নতুন বছরে পূজার নিজস্ব চ্যানেলের প্রথম গান
নতুন একটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। 'এক জনমে হাজার মরণ' ফোক ফিউশন ধারার গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। অদিত ফিচারিং পূজার নতুন এই গানটি আগামী ৫ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।
পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার কণ্ঠে এই ধরনের গান খুব বেশি প্রকাশিত হয়নি। গানটিতে একেবারে অন্যরকমভাবে আমাকে পাওয়া যাবে। কয়েকদিন আগে এফডিসিতে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এক জনমে হাজার মরণ গানটি আমার জন্য বিশেষ একটা গান। যারা যারা গানটা শুনেছে তারা এই কথাটা আমাকে বলেছেন। ফোক গান আগে গেয়েছি। কিন্তু এই ধরনের ফোক ফিউশন গাওয়া হয়নি। এটা আমার নিজস্ব গানের চ্যানেলে প্রকাশিত হবে। এর আগেও গানটাও নিজের চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করি শ্রোতারা গানটা পছন্দ করবেন।'
সম্প্রতি কাজী শুভ-পূজার ' যেদিন আমি থাকব না' শিরোনামে দ্বৈত গান প্রকাশিত হয়েছে। এই গানটিও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল।
Comments