বিপিএলে টানা ব্যর্থতায় চাপে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা পারভেজ
এখনো ওয়ানডে অভিষেক হয়নি, দেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেললেও বলার মতন কোন পারফরম্যান্স নেই পারভেজ হোসেন ইমনের। আহামরি পারফরম্যান্স না থাকার পরও চমক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়ে গেছেন তিনি। তবে বিপিএলে টানা ব্যর্থতায় নিজেকে প্রমাণ করা নিয়ে বেশ চাপে আছেন এই তরুণ ওপেনার।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অভিজ্ঞ লিটন দাসের বদলে পারভেজকে দলে নেওয়ার কারণ হিসেবে পারফরম্যান্সে এগিয়ে থাকার যুক্তি দেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই তরুণের যে আহামরি কোন পারফরম্যান্স নেই সেই কথা স্বীকার করেছিলেন তিনি। তবে যেহেতু এত বড় আসরে ব্যাকআপ ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন স্বাভাবিকভাবে তার উপর পড়েছে নজর। বিপিএলে তিনি কী করছেন সেই খবর রাখছেন সবাই।
সেখানে এখনো অবধি হতাশ হতে হয়েছে নির্বাচকদের। চিটাগাং কিংসের হয়ে ৭ ম্যাচ খেলে মাত্র ১৪.৭১ গড়ে করতে পেরেছেন মোটে ১০৩ রান। টানা ব্যর্থ হওয়ায় কিংস সর্বশেষ ম্যাচে তাকে একাদশ থেকেই বাদ দিয়েছে।
বাঁহাতি পারভেজের বদলে একাদশে এসে ফিফটি করে ম্যাচ সেরা হয়ে গেছেন অভিজ্ঞ নাঈম ইসলাম। এতে করে তার পরের ম্যাচগুলো খেলা নিয়েও আছে শঙ্কা।
একাদশে ফিরলেও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে পারভেজের, প্রবল চাপে থাকবেন তিনি। নির্বাচকদেরও এই নিয়ে অস্বস্তি থাকা স্বাভাবিক। পারভেজ ভালো না করলে তাদের সিদ্ধান্ত পড়বে প্রশ্নের মুখে।
এদিকে যার জায়গায় এসেছেন পারভেজ সেই লিটন দাস আছেন দারুণ ছন্দে। রেকর্ড সেঞ্চুরিসহ চার ম্যাচে তিনবার ছাড়িয়েছেন পঞ্চাশ। ৮ ম্যাচে ৪৬.১৪ গড় ও ১৫৩.০৮ স্ট্রাইকরেট নিয়ে ৩২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে আছেন তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগের দিন অবধি কোন অনুমতি ছাড়া স্কোয়াডে বদল আনা যাবে। বাংলাদেশ এর আগে একাধিক আইসিসি আসরে এই সুযোগ গ্রহণ করেছে। এবারও তেমন সুযোগ নিয়ে স্কোয়াডে বদল আনলে সেটা অবাক হওয়ার বিষয় থাকবে না। এই জায়গাতেই চ্যালেঞ্জটা বেশি পারভেজের। বিপিএলের পরের ম্যাচগুলোতে সুযোগ পেলে তিনি যদি একাধিক বড় ইনিংস খেলে ফেলতে পারেন তাহলে হয়ত তাকে নিয়ে প্রশ্ন উঠবে না, হয়ত এই নিয়ে কঠিন সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।
Comments