সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর, নারীদের জন্য ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে একদল চাকরিপ্রত্যাশী।
আজ সকাল সাড়ে ১১টার দিকে সরকারি চাকরিপ্রত্যাশী কয়েকশ জন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। এ সময় তারা চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স ৩৫ বছর করার কথা বলা হয়েছে। ক্ষেত্রবিশেষে বয়সসীমা উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বয়সসীমা নির্ধারণ করেছে ৩২ বছর। বয়সসীমা বাড়ানোর দাবিতে তাই তারা এখানে সমাবেশ করছেন।
সমাবেশে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আমরা এই সমাবেশ করছি। সংস্কার কমিশন সর্বোচ্চ বয়স সুপারিশ করেছে পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের জন্য ৩৭ বছর। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
Comments