সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত ৫৩৭২, ভর্তি ২-৮ ফেব্রুয়ারি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার ৩৭ সরকারি মেডিকেল ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেলের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে মোট আসন ৬ হাজার ২৯৩।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ বা এর বেশি পেয়ে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ১৫৯ ও নারী ৩৭ হাজার ৯৩৬। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।

মন্ত্রণালয় আরও জানায়, সরকারি মেডিকেলে শিক্ষার্থীদের ভর্তি শুরু আগামী ২ ফেব্রুয়ারি ও শেষ ৮ ফেব্রুয়ারি।

বেসরকারি মেডিকেলে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh welcomes Trump as 47th US president

Yunus expressed his strong belief that the two countries will work to open up new areas of cooperation

21m ago