জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে চিঠিতে জানানো যাবে মতামত
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসহ সব অংশীজনের কাছ থেকে চিঠির মাধ্যমে মতামত চেয়েছে অন্তর্বর্তী সরকার।
গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত কতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে গত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পরবর্তী ধাপ হিসেবে এই মতামত চাওয়া হলো।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, উপদেষ্টা মাহফুজ আলমকে পত্রযোগে মতামত জানানো যাবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর চিঠিতে মতামত জানাতে হবে।
প্রেস উইং জানায়, মতামত পর্যালোচনা করে একটি সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে। পরবর্তীতে, জনগণের উপস্থিতিতে এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
Comments