রিয়ালকে গুঁড়িয়ে দেওয়ার মন্ত্র জানালেন বার্সা কোচ

নিজের দ্বিতীয় এল ক্লাসিকোতে আগের রাতে মাঠে নেমেছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। আবারও রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়েছেন এই জার্মান মাস্টারমাইন্ড। বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি লস ব্লাঙ্কোসরা। এমনকি একজন কম নিয়ে খেলেও হেসেখেলে জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

তবে প্রায় সাড়ে তিন বছর পর শিরোপার মুখ দেখলেন ফ্লিক। ২০২১ সালের মে মাসে বায়ার্ন মিউনিখের হয়ে সবশেষ বুন্ডেসলিগা শিরোপার পর আরেকটি শিরোপা উদযাপন করলেন স্প্যানিশ সুপার কাপ জিতে। বায়ার্নের হয়ে সাতটি শিরোপা জিতেছিলেন তিনি, যার মধ্যে ছিল ২০২০ সালের ঐতিহাসিক সেক্সটুপলও।

আর ফাইনালে অপরাজিতই রইলেন ফ্লিক। ছয়টি ফাইনালে অংশগ্রহণ করে প্রতিটিতেই জয়ী হয়েছেন, যার পাঁচটি বায়ার্ন মিউনিখের হয়ে। জেদ্দায় (সৌদি আরব) কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে গুঁড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন এই জার্মান কোচ।

'আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। আজ আমাদের ইতিবাচক এবং আশাবাদী হওয়ার দিন। দলটি দুর্দান্ত। খেলোয়াড়রা এরমধ্যে অনুভব করছে যে আমরা একটি বড় দল। আমি শুধুমাত্র দলকে অভিনন্দন জানাতে পারি। আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম। আমরা একসঙ্গে রক্ষণ এবং আক্রমণ করেছি। এটাই গুরুত্বপূর্ণ। এটাই ছিল মূল চাবিকাঠি।'

'আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং প্রতিদিন আরও উন্নতি করা। আমার পছন্দ একটি নির্দিষ্ট স্টাইলে খেলা দল। আমরা যেভাবে খেলেছি, তা গুরুত্বপূর্ণ। আজ কিছু ভুল করেছি, যা আমাদের কমাতে হবে। আমাদের কাছে বল থাকলে সবকিছু সহজ হয়ে যায়।'

দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলার প্রসঙ্গে তিনি বলেন, 'রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১০ জন নিয়ে খেলা সহজ নয়। আমাদের দুইজন দুর্দান্ত গোলরক্ষক রয়েছে। আমরা একটি দলের মতো রক্ষণ করেছি।'

বার্সার হয়ে প্রথম শিরোপা জয়ের পর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে ফ্লিক বলেন, 'আমি অনেক বছর ধরেই এই জগতে আছি। বড় ক্লাবগুলোর লক্ষ্য হলো শিরোপা জয় করা, আর সেই লক্ষ্যেই আমরা কঠোর পরিশ্রম করি। এখন আমাদের প্রতিটি ম্যাচে দেখাতে হবে যে আমরা কতটা ভালো।'

'আমি খেলোয়াড়দের, পুরো স্টাফদের এবং ভক্তদের নিয়ে গর্বিত। এমবাপের প্রথম গোলের পর ঘুরে দাঁড়ানো আমাদের জন্য দারুণ ছিল। আমরা ভালো কাজ করেছি, এবং এটা ছিল অবিশ্বাস্য। শেজনি লাল কার্ড দেখার পর যে পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো দারুণভাবে কাজ করেছে।'

Comments

The Daily Star  | English

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

39m ago