দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত

ছবি: সংগৃহীত

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. হালিমুর রশীদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গতকাল শনিবার এক নারীর নমুনা পরীক্ষা করে এইচএমপিভি শনাক্ত করে। 

ডা. হালিমুর রশীদ বলেন, 'আক্রান্ত নারী একজন গৃহিণী। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তার স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি তার স্বামী দেশে আসেননি।'

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়ে ডা. হালিমুর রশীদ বলেন, 'এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার খুবই কম।'

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন জানান, বাংলাদেশে প্রথম ২০১৭ সালে এইচএমপিভি শনাক্ত হয়। এরপর কমবেশি প্রতিবছরই শনাক্ত হয়ে আসছে। 

তিনি বলেন, আমাদের আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা, হাতধোয়া, হাইজিন মেইনটেইন করা, প্রচুর পানি পান করতে হবে।

ডা. হালিমুর রশীদ বলেন, যাদের দুই থেকে তিনটি রোগের জটিলতা আছে, এবং যাদের বয়স ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

Comments

The Daily Star  | English

BNP, Yunus meeting underway at Jamuna

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

28m ago