ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা চীনের ‘মুন ম্যান’

ছবি: সংগৃহীত

পাঁচটি ভেন্যুতে ৭৫টি দেশের ২২০টি সিনেমা নিয়ে আজ শনিবার (১১ জানুয়ারি) থেকে পর্দা উঠল ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

এদিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করে মিলনায়তনে প্রবেশ করেন প্রধান অতিথি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং।

আরও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী সংগীত পরিবেশন করেছে জলের গান।

উৎসবে মোট ১৫টি সিনেমার সঙ্গে ১৫টি চীনা ফিল্ম প্রোডাকশন টিমের সঙ্গে পরিচিত হতে পারবে দেশীয় প্রোডাকশন টিমগুলো। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ বছর দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি 'মুন ম্যান'।

আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১২ ও ১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত উইমেন ইন সিনেমা কনফারেন্স। ১৭ ও ১৮ জানুয়ারি জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স অডিটোরিয়ামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। ১৯ জানুয়ারি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago