কোপার শেষ ষোলোয় সহজ প্রতিপক্ষ রিয়ালের, কিছুটা কঠিন বার্সেলোনার

স্প্যানিশ কোপা দেল রের শেষ ষোলোতে কিছুটা কঠিন প্রতিদ্বন্দ্বী পেয়েছে আসরের সবচেয়ে সফল দল বার্সেলোনা। সবশেষ ২০২১ সাল সহ মতো তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল বেতিসের মুখোমুখি হতে হবে তাদের। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে কিছুটা সহজ প্রতিদ্বন্দ্বী সেলতা ভিগোকে পেয়েছে রিয়াল মাদ্রিদ।

বুধবার কোপা দেল রের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে স্পেনের আরেক জায়ান্ট দল অ্যাতলেতিকো মাদ্রিদ প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে এলচেকে। গত আসরের চ্যাম্পিয়ন অ্যাথলেতিক বিলবাও মুখোমুখি হবে ওসাসুনার। এছাড়া চারটি ম্যাচে খেলবে পন্তেভেদ্রা ও গেতাফে, ওরেন্স ও ভ্যালেন্সিয়া, আলমেরিয়া ও লেগানেস এবং রিয়াল সোসিয়েদাদ ও রায়ো ভ্যায়াকানো।

কোপা দেল রে'র শেষ সলর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি। কোয়ার্টার ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। আর দুটি সেমি-ফাইনাল হবে যথাক্রমে ২৬ ফেব্রুয়ারি ও ২ এপ্রিল। আসটির ফাইনাল হবে ২৬ এপ্রিল। আগের রাউন্ডগুলোতে ভিএআরের সুবিধা না থাকলেও শেষ ষোলো থেকে থাকছে এই প্রযুক্তি।

শেষ ষোলোর ম্যাচসমূহ

পন্তেভেদ্রা-গেতাফে

ওরেন্স-ভ্যালেন্সিয়া

আলমেরিয়া-লেগানেস

এলচে-অ্যাতলেতিকো মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ-সেলতা ভিগো

বার্সেলোনা-রিয়াল বেতিস

রিয়াল সোসিয়েদাদ-রায়ো ভ্যায়াকানো

অ্যাথলেতিক বিলবাও-ওসাসুনা

 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago