রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, 'প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন যে, যদি কম সংস্কার হয় তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বা অংশীজনরা অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশি সংস্কার চায় তাহলে এটা আরও ছয় মাস লাগতে পারে।'

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা বারবার এ বিষয়টি পরিষ্কার করেছেন।'

শফিকুল আলম আরও বলেন, 'নির্বাচনের সময় নির্ভর করছে আমাদের অংশীজনদের চাওয়ার ওপর। আমাদের সঙ্গে সংলাপে তারা তাদের ইচ্ছা প্রকাশ করবেন, কতটুকু সংস্কার তারা চান।'

'সংস্কার একটা দেশের জন্য চলমান প্রক্রিয়া। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। জুলাই অভ্যুত্থানের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের জন্য এসব সংস্কার কমিশন করা হয়েছে,' বলেন তিনি।

প্রেস সচিব বলেন, 'জনগণ মনে করে যদি অন্তর্বর্তী সরকার থাকে, তাহলে অনেকগুলো সংস্কার করা সম্ভব হবে। সংস্কার প্রয়োজন একটি সুন্দর নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনগুলো আলোচনা করবে। এই আলোচনার ওপরই সিদ্ধান্ত নেওয়া হবে।'  

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

This rapid succession of reforms reveals a core problem: education has become an elaborate experiment

2h ago