এ শহর একলা পাখি

অলংকরণ: আনোয়ার সোহেল/স্টার

এ শহর প্রেম বিকোনো পথের দাবি
প্রেমিকার বুকের পাঁজর অলীক চাবি
এ শহর হীরার ছটা সস্তা দামে
বাসনার রঙগুলোকে হেলায় কেনে

সে রঙে রঙ ফোটে না ধূসর খাতায়
কেনা কোন মেয়ের ঠোঁটেও পদ্য ফোটায়
এ শহর তোমার আমার গুমোট প্রেমে
কামনার পেলব হ্যামার যাচ্ছে হেনে

এ শহর অবাক ফুলের ছোট্ট ছানা
এ শহর চারশ বছর থামতে মানা
এ শহর আবোল তাবোল কথার ভিড়ে
আঁধারির চমকানো চোখ মদ্যশালা

এ শহর অন্ধ ভীষণ সময়কালে
তবুও মুখর মিছিল যুদ্ধ হলে
নেচে যায় শিরায় শিরায় যৌথ প্লাবন
এ শহর রক্ত এবং ঘামের ভ্রমণ

এ শহর ছুটছে কোথায় কেউ জানে না
এ শহর মাপা আকাশ দগ্ধ ডানা
এ শহর অনেক কিন্তু একলা পাখি
এ আমি একলা হয়ে তারেই ডাকি।

১৩.১২.২৪
যাত্রাপথে, ঢাকা-খুলনা।

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

11h ago