‘দ্বিতীয় বিয়েতে বাধা’, স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মসমর্পণ

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

'দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায়' স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন পটুয়াখালীর এক ব্যক্তি।

রোববার ভোররাত ৩টার তিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্ত্রী নূরজাহান বেগমকে (৪০) হত্যার পর স্বামী নূর মোহাম্মদ মুন্সী (৪৫) সকালে সদর থানায় আত্মসমর্পন করেছেন।

নিহতের ছেলে বেল্লাল জানান, তার বাবা মসজিদে ইমামতি ও রিকশা চালানোসহ বিভিন্ন কাজ করতেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত নূরজাহান বেগমের ছেলে বেল্লালের ভাষ্য, তার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলা কলহের কারণ ছিল বাবার দ্বিতীয় বিয়ে করতে চাওয়া। এতে সম্মতি ছিল না মা নূরজাহান বেগমের। এ কারণে প্রায়ই নূরজাহান বেগমকে মারধর করতেন নূর মোহাম্মদ। শনিবার বিকেলেও তাকে মারধর করা হয়।

বেল্লাল জানান, আজ ভোররাতে মায়ের ঘর থেকে আসা গোঙানির শব্দ শুনে তিনি সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশ বলছে, নূরজাহান বেগমকে জবাই করা অবস্থায় পাওয়া গেছে। পাশে রক্তমাখা একটি ছুরি পড়ে ছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, নূর মোহম্মদ আটক আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

‘We don’t have Aladdin’s lamp to suddenly lower commodity prices’

Commerce adviser says after meeting with Turkish trade minister

1h ago