গত বছর দুর্ঘটনায় ৯২৩৭ জন নিহত, ২৫৭০ জনই মোটরসাইকেলে

সারা দেশে ২০২৪ সালে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় মোট ৯ হাজার ২৩৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে কেবল মোটরসাইকেল দুর্ঘটনাতেই নিহত হয়েছেন ২ হাজার ৫৭০ জন।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গত বছর সারা দেশে সংঘটিত দুর্ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সারা দেশে মোট ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত এবং ১২ হাজার ৬০৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

মোট সড়ক দুর্ঘটনার ৩৭ শতাংশের সঙ্গে মোটরসাইকেল জড়িত। সব ধরনের দুর্ঘটনায় মোট নিহতের প্রতি চার জনে একজন (২৭ শতাংশ) এবং সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনে একজন (৩০ শতাংশ) ছিলেন মোটরসাইকেল আরোহী।

প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৬৪১ জন বেশি নিহত ও ২ হাজার ২৩৭ জন বেশি আহত হয়েছেন।

দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহত হয়েছেন চালক (১ হাজার ৯৫২ জন) ও পথচারী (১ হাজার ৮৭৯ জন)। এ ছাড়া, বিভিন্ন দুর্ঘটনায় মোট ৭৫৫ জন শিক্ষার্থী ও ৬২২ জন পরিবহন শ্রমিক হতাহত হয়েছেন।

যানবাহনের ক্ষেত্রে মোট দুর্ঘটনার ২৭ শতাংশের সঙ্গে মোটরসাইকেল, ২৩ শতাংশের সঙ্গে ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান, ১৭ শতাংশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও ১৩ শতাংশের সঙ্গে বাস জড়িত ছিল।

সংঘটিত মোট দুর্ঘটনার ৫০ শতাংশ ক্ষেত্রেই কোনো না কোনো পথচারী গাড়িচাপার শিকার হয়েছেন। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে ২৪ শতাংশ ক্ষেত্রে।

Comments

The Daily Star  | English
Grameen Bank ownership changes in Bangladesh

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

3h ago