আবার জুটি বাঁধছেন রাজ-মিম
আবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় আসছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এই দুজনকে পর্দায় দেখা যাবে 'দানব' সিনেমায়।
অনন্য মামুন পরিচালিত সিনেমাটি চলতি মাসের মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে। সিনেমাটি প্রযোজনা করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এই সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছে।
তারা জানান, 'দানব' সিনেমার শুটিং হবে বাংলাদেশ ও থাইল্যান্ডে। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে 'পরাণ' সিনেমা দিয়ে আলোচনায় আসেন রাজ ও মিমের জুটি। এরপর 'দামাল' সিনেমাতেও দেখা গেছে তাদের। এই দুটি সিনেমা আলোচনায় থাকলেও এরপর এই দুই তারকাকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। 'দানব' হতে যাচ্ছে এই জুটির তৃতীয় সিনেমা।
Comments