পল্লিকবির জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নানা আয়োজন

পল্লিকবি জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩-১৩ মার্চ ১৯৭৬)

'তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়', 'এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে', 'ও বাবু সেলাম বারে বার,/ আমার নাম গয়া বাইদ্যা বাবু/ বাড়ি পদ্মা পার।'

এমন বহু লোকপ্রিয় কবিতা ও গানের লেখক আবহমান গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার চিত্রকার পল্লিকবি জসীম উদ্‌দীনের ১২২তম জন্মবার্ষিকী আজ। কবির জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

১৯০৩ সালের এইদিনে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীম উদ্‌দীন। কবর, নিমন্ত্রণসহ অনেক অবিস্মরণীয় কবিতা; নকশী কাঁথার মাঠসহ অনেক কালজয়ী কব্যগ্রন্থ রচনা করে তিনি।

পল্লিকবির ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের উপস্থিত থাকার কথা। জেলা পরিষদ ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লিকবি জসীম উদ্দীন জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির।

Comments

The Daily Star  | English

Effective tariff for RMG exports to US climbs to 36.5%: BGMEA

The tariff will be a bit less if 20% of the cotton used in garment production is sourced from the USA

1h ago