৪৩তম বিসিএসের ফলাফল: বাদ পড়েছেন আরও ১৬৮ প্রার্থী

সরকার গত ১৫ অক্টোবর প্রকাশিত ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগের গেজেট বাতিল করে নতুন গেজেট প্রকাশ করেছে। সেখানে বিভিন্ন ক্যাডার থেকে বাদ দেওয়া হয়েছে ১৬৮ জন প্রার্থীকে।

সোমবার প্রকাশিত এই গেজেট অনুযায়ী, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক সুপারিশপ্রাপ্ত এক হাজার ৮৯৬ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারের প্রাথমিক পদে নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত মন্ত্রণালয়ের অধীনে অফিসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, যদি তারা নির্ধারিত তারিখে যোগ না দেন, তবে ধরে নেওয়া হবে যে তারা চাকরিতে যোগ দিচ্ছেন না এবং তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।

১৫ অক্টোবর পিএসসির সুপারিশকৃত দুই হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে মন্ত্রণালয় দুই হাজার ৬৪ জনকে ক্যাডার পদে নিয়োগ দেয় এবং ৯৯ জনের ফলাফল স্থগিত রাখে।

এরপর চূড়ান্ত গেজেটে আরও ১৬৮ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

যাদের বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে ২৬ জন প্রশাসন ক্যাডারে, আট জন পুলিশ ক্যাডারে, তিন জন পররাষ্ট্র ক্যাডারে সুপারিশকৃত হয়েছিলেন।

সর্বশেষ ১৬৮ জনকে বাদ দেওয়ার মাধ্যমে ৪৩তম বিসিএস নিয়োগ থেকে মোট ২৬৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর পিএসসি ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে, যেখানে দুই হাজার ৮০৫ জন ক্যাডার ও নন-ক্যাডার প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সুপারিশপ্রাপ্ত ২৫৫ জন প্রার্থীর বিষয়ে পুনর্মূল্যায়ন শুরু করে।

৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়।

২০২১ সালের ২৯ অক্টোবর আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নেয়। এই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে মোট ১৫ হাজার ২২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৪১ জন কৃতকার্য হন।

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

5h ago