টিকিট নিয়ে উত্তেজনা-ভাঙচুরের মধ্যে শুরু বিপিএল

BPL fan protest
ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের টিকিট না পেয়ে গতকালই বিসিবির গেইটে বিক্ষোভ করেন দর্শকরা। সেই উত্তেজনা ম্যাচের দিন ছড়ালো আরও বেশি করে। বিসিবির মূল গেইটে বিপুল দর্শক ভাঙচুরও করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত অক্টোবরে এবার বিপিএলের সব টিকেট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো বিসিবি। সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও সেটা গতকাল বিক্ষোভের আগে জানানো হয়নি। দর্শকদের বিক্ষোভের পর বিসিবি জানায়, ৩০ থেকে ৩৫ ভাগ টিকিট থাকবে অনলাইনে। বাকি টিকিট মধুমতি ব্যাংকের কয়েকটি শাখায় পাওয়া যাবে। কিন্তু ব্যাংকের শাখাতেও পর্যাপ্ত টিকিট না পেয়ে মানুষের ক্ষোভ তৈরি হয়।

ছবি: ফিরোজ আহমেদ

সোমবার ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার উদ্বোধনী ম্যাচের ঘণ্টা দুয়েক আগে মিরপুরে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে জড়ো হয়ে গেইট ভাঙার চেষ্টা করেন মানুষ। এই সময় বিক্ষুব্ধ জনতা ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেন। এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বিসিবির মূল ফটক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছবি: ফিরোজ আহমেদ

পুলিশ পরিস্থিতি সামলাতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ নেয়, এই সময় এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তার নাম জানা যায়নি।

টিকিট নিয়ে উত্তেজনা শুরু পেছনে তথ্য ঘাটতি ও অব্যবস্থাপনা বড় এক কারণ। টিকিট কত ভাগ অনলাইনে, কত ভাগ কোথায় থাকবে তা জানাতে দেরি হয়েছে। রোববার মধুমতি ব্যাংকের কথা জানানো হয়। এই ব্যাংকের মিরপুর ১১ নম্বর শাখার রোববার সন্ধ্যায় টিকিট নিয়ে উত্তেজনার খবর মিলেছে।

ছবি: ফিরোজ আহমেদ

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সারিবদ্ধ হয়ে দর্শকদের গ্যালারিতে প্রবেশ করানো হচ্ছে। ম্যাচ শুরুর আগে সাদা বেলুন উড়িয়ে সারা হয় আনুষ্ঠানিকতা।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago