ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ২ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

ছবি: রাশেদ সুমন/স্টার

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় পাঁচ প্রতিষ্ঠান ও দুইজন উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড।

নবমবারের মতো শুক্রবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এই আয়োজন করা হয়।

আয়োজন সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং লা মেরিডিয়ান কর্তৃপক্ষ।

দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এর আগে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এবার ছয়টি ক্যাটাগরিতে সাতজন বিজয়ী নির্বাচন করা হয়েছে।
শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক আইসিটি উইমেন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন।

'আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট)' পুরস্কার জিতেছে লজিক সফটওয়্যার লিমিটেড এবং 'আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (ইন্টারন্যাশনাল মার্কেট) পুরষ্কার জিতেছে দ্য কাও কোম্পানি। এ ছাড়া, 'ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে এসএসএল ওয়্যারলেস।

শিখো ও ইনস্টাশিউর লিমিটেড পেয়েছে আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার।

'আইসিটিকে ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হলেও বাংলাদেশে এটিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি,' বলেন মাহফুজ আনাম।

তিনি আরও বলেন, 'আইসিটি খাত বিকশিত হওয়ার জন্য আমরা যথেষ্ট সমর্থন, যথেষ্ট গুরুত্ব, যথেষ্ট আইনি সহায়ক পরিবেশ, যথেষ্ট আর্থিক প্রণোদনা দিইনি।'

শুধুমাত্র আইসিটির মাধ্যমেই বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

'আইসিটির ব্যবহার আমাদের স্বাস্থ্য খাতকে অনেক উচ্চ মানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একইভাবে শিক্ষা খাতে, আমরা যত চেষ্টাই করি না কেন, যত টাকাই খরচ করি না কেন, প্রযুক্তি ছাড়া আমরা আমাদের শিক্ষাকে বিশ্বের শিক্ষার বিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারবো না।'

এ ছাড়া, গভর্নমেন্ট সিস্টেম ডিজিটালাইজেশন রাতারাতি দুর্নীতি হ্রাস করতে পারে, যোগ করেন তিনি।

সেলিম আরএফ বলেন, অনেকেই আছেন যারা মনে করেন যে ব্যাংকিং খাতে আইসিটিতে আরও বেশি বিনিয়োগ করা উচিত।

'আমরা আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের ব্যাংকগুলো গ্রাহক পরিষেবা উন্নত করতে, সাশ্রয়ী হতে এবং জালিয়াতি শনাক্তকরণ ও প্রতিরোধের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মতো ক্ষেত্রে তাদের ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধি করতে আরও বেশি বিনিয়োগ করবে,' বলেন তিনি।

দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের উদ্ভাবন ও তাদের কার্যক্রমকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এ পুরস্কার দিয়ে আসছে।

Comments

The Daily Star  | English

Beyond development paradox & unnayan without democracy

As Bangladesh seeks to recalibrate its path in the aftermath of recent upheavals, the time is ripe to revisit an oft-invoked but under-examined agenda: institutional reform. Institutions are crucial to understand, as they are foundational for governance, transformation, and economic development.

17h ago