আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন রেলের অস্থায়ী কর্মীরা

রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইন অবরোধ। ছবি: প্রবীর দাশ/স্টার

বকেয়া বেতন ও চাকরি নিয়মিত করার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইন অবরোধ করার আড়াই ঘণ্টা পর সরে গেছেন রেলওয়ের অস্থায়ী কর্মীরা।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা এই অবরোধ করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আন্দোলনরত এক কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, পাঁচ মাসের বকেয়া বেতন এবং চাকরি নিয়মিতকরণের দুই দফা দাবিতে তারা রেললাইন অবরোধ করেন।

আরেক কর্মী বলেন, 'আমাদের দাবি-দাওয়া বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকার কিছু না করলে আগামী রোববার থেকে আমরা কঠোর কর্মসূচিতে যাব।'

রেললাইন অবরোধের সময় কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছিলেন বলে জানিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Dhanmondi-32 demolition a possible attempt to destroy democracy: Hafizuddin

He says such actions might lead to chaos and hinder democratic progress in the future

2h ago