বাস ভাঙচুর, চালক-যাত্রীকে মারধরের পর ‘ভিজিটিং কার্ড’ ধরিয়ে দিলেন বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে অনুসারীদের নিয়ে একটি বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করতে গিয়ে এক যাত্রীও মারধরের শিকার হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

আহত বাসচালক মো. নয়ন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটের 'আসিয়ান' বাসের চালক।

নয়ন সাংবাদিকদের জানান, ইকবাল হোসেন তার বাসের যাত্রী ছিলেন।

ছবি: সংগৃহীত

'সড়কে যানজট থাকায় ঘন ঘন ব্রেক কষায় যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। আমার তো কিছু করার ছিল না। আমাকে ওই নেতা ধমক দিতে থাকেন। আমিও পাল্টা উত্তর দিলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। গাড়ি যখন সানারপাড় আসে তখন ২৫ থেকে ৩০ জন ব্যক্তি এসে গাড়ি ভাঙচুর ও আমাকে মারধর করে। আমি হাতে-পায়ে ধরে ক্ষমা চাইলে আমাকে ছেড়ে দেয়। যাওয়ার আগে তার একটি ভিজিটিং কার্ডও আমাকে ধরিয়ে দেন,' বলেন নয়ন।

ওই বাসেই নারায়ণগঞ্জ ফিরছিলেন ফতুল্লার বাসিন্দা মিনহাজ আমান। বাস ভাঙচুর ও চালককে মারধরের প্রতিবাদ জানালে তাকেও মারধর করেন ওই বিএনপি নেতার অনুসারীরা।

আমান বলেন, 'বারবার ব্রেক কষায় সব যাত্রীরাই বিরক্ত ছিল। আমি শুধু বলেছি, এইভাবে গাড়ি ভাঙচুর করা ও মারধর করাটা আপনার (ইকবাল) ঠিক হয়নি। এই কথা বলায় তার লোকজন আমারও গায়ে হাত তোলে।'

ইকবাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, 'গাড়িচালক খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছিল। আমি তাকে সাবধান করায় সে আমাকে বলে ''আপনে আইসা গাড়ি চালান।'' আমি সানারপাড়ে গিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললে ওই চালক জবাব দেয় ''এমন ফাঁপড় অনেকেই দেয়।'' আমি তখন ফোনে আমার লোকজনকে সানারপাড় থাকতে বলি। ভাবনা ছিল চালককে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেবো। আমি কিছু করার আগেই আমার লোকজন চালকে মারধর করে। চালক তখন নিজের নানা পরিচয় দিচ্ছিল। আমি তখন আমার ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে নিজের পরিচয় দিয়েছি।'

ওই গণমাধ্যমকে তিনি আরও বলেন, ভুলবশত তার লোকজন একজন যাত্রীর গায়ে হাত দিয়েছেন। বিষয়টির জন্য তিনি ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

বাস মালিক সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দীর্ঘ বিরতির পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসিয়ান বাস চলাচল শুরু করে। পরিবহনটি বর্তমানে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বিএনপি নেতারা।

আসিয়ানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের মালিকানা রয়েছে। তবে এই ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

বাস মালিকদের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার প্রক্রিয়া চলছে।

যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমি জেনেছি অন্য মাধ্যমে। ভুক্তভোগী বা বাস মালিকপক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

3h ago