ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘণ কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত
ঘণ কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এই পদক্ষেপের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ নৌরুটে ফেরিতে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে।

যত রাত বাড়তে থাকে, কুয়াশার ঘনত্বও তত বাড়তে থাকে। এক পর্যায়ে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায় এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

যার ফলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যাত্রী ও যানবাহন বোঝাই তিন ফেরি কপোতি, গৌরী ও ঢাকা পাটুরিয়া ঘাটে এবং ছয় ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়াতেপুরী, ডা: গোলাম মাওলা, বাগাইর, বনলতা ও কেরামত আল দৌলতদিয়া যানবাহন নিয়ে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

ঘন কুয়াশা কেটে গেলে এই নৌপথে ফেরি চলাচল আবারও শুরু হবে বলে জানান ডিজিএম নাসির মাহমুদ।

 

Comments