তোরেসের জোড়া গোলে ডর্টমুন্ডকে হারাল বার্সা

আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও প্রথমার্ধ ছিল গোলবিহীন। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হলো পাঁচটি। দুই দফা পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু তৃতীয় দফা পিছিয়ে পড়ে আর পেরে ওঠেনি দলটি। বদলি নেমে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক বনে যান ফেররান তোরেস।

বুধবার রাতে ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ডর্টমুন্ডকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তোরেসের জোড়া গোল ছাড়া অপর গোলটি করেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। ডর্টমুন্ডের হয়ে গোল দুটি করেছেন সেরহু গুরাসি।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচটি জয় তুলে নিল দলটি। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ডর্টমুন্ড। 

ম্যাচ জয়ের মতো মাঝ মাঠের নিয়ন্ত্রণও ছিল বার্সেলোনার। ৫৫ শতাংশ বল দখলে ছিল দলটি। শট নেয় মোট ১৩টি, যারমধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে দুটি লক্ষ্যে শট নিয়ে দুটিতেই গোল পেয়েছে ডর্টমুন্ড। তবে মোট ১২টি শট নেয় তারা।

প্রথমার্ধে তিনটি অন-টার্গেট শটে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে প্রথম শটেই গোল মিলে বার্সার। ৫২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দানি ওলমোর বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙ্গে ডি-বক্সে ঢুকে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।

সাত মিনিট পরেই পাউ কুবারসির ভুলে সমতায় ফেরে স্বাগতিকরা। গুরাসিকে ডি-বক্সে অহেতুক ধাক্কা দিয়ে পেনাল্টি উপহার দেন। সফল স্পটকিকে নিজেই গোল আদায় করে নেন গুরাসি।

৭১তম তিন খেলোয়াড় বদল করে বার্সা। চার মিনিট পর জুলস কুন্দের কাটব্যাক থেকে বদলি খেলোয়াড় ফেরমিন লোপেজের শট স্বাগতিক গোলরক্ষক গ্রেগর কোবেল ফেরালেও গোলমুখে আলগা বল পেয়ে জালে পাঠান আরেক বদলি খেলোয়াড় তোরেস।

তবে তিন মিনিটের ব্যবধানে ফের সমতায় ফেরে ডর্টমুন্ড। জান কুতোর বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে আলতো টোকায় আগুয়ান গোলরক্ষক ইনাকি পেনাকে এড়িয়ে গুরাসিকে পাস দেন প্যাসকল গ্রস। ফাঁকায় পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান গুরাসি।

৮৫তম মিনিটে জয়সূচক গোলটি পায় বার্সা। পাল্টা আক্রমণ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে ফাঁকায় থাকা তোরেসকে নিখুঁত এক পাস দেন লামিনে ইয়ামাল। বল পেয়ে সময় নিয়ে কোণাকুণি শটে জালে পাঠাতে কোনো ভুল হয়নি এই স্প্যানিশ ফরোয়ার্ডের। 

Comments

The Daily Star  | English

Consensus key to take Bangladesh forward: Yunus

"We are now working to bring our beloved Bangladesh back onto the path of equality, human dignity, and justice," he said

1h ago