চ্যাম্পিয়ন্স লিগ

আতালান্তার মাঠে রিয়ালের দারুণ জয়

Kylian Mbappe
গোল পেয়ে কিলিয়ান এমবাপের উল্লাস।

চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ড উজ্জ্বল করতে জয়টা ভীষণ দরকার ছিলো রিয়াল মাদ্রিদের। চলমান আসরে একের পর এক হতাশায় কাবু থাকা জায়ান্ট দল অবশেষে ঠিক সময়ে জ্বলে উঠল। দলের বড় তিন তারকার গোলে আতালান্তার মাঠে গিয়ে স্প্যানিশ জায়ান্টরা পেল রোমাঞ্চকর জয়।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে রিয়াল জিতেছে ৩-২ গোলে। ম্যাচের ১০ মিনিটে চোখ ধাঁধানো গোলে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। বিরতির খানিক আগে পেনাল্টি থেকে সমতায় চলে আসে ইতালিয়ান ক্লাব। বিরতির পর বুদ্ধিদীপ্ত প্লেসিং শটে জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র। ৫৯ মিনিটে জুড বেলিংহ্যাম দেখান একক ঝলক। এরপর ৬৫ মিনিটে ব্যবধান আবার কমান আদেমোলা লুকমেন।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের লিগে ১৮ নম্বরে উঠেছে রিয়াল। পরের রাউন্ডের জন্য প্লে অফ নিশ্চিত করতে থাকতে হবে ২৪ দলের ভেতর।

রিয়াল ম্যাচ জিতলেও সমান তালে লড়েছে আতালান্দা। বল পজিশন বরং ভালো ছিলো তাদের (৫৫ শতাংশ)। গোলমুখে ২০ শট নিয়ে ৯টা লক্ষ্যে রাখতে পারে তারা। অন্য দকে রিয়ালের ১০ শটের ৬টি ছিলো নিশানায়, যা থেকে তিন গোল আদায় করে নিতে পারে তারা।

রিয়ালের তিনটা গোলই ছিলো দেখার মতন। ম্যাচের দশম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস ধরে রক্ষণ চিরে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

বিরতির পর যখন ১-১ সমতা, তখন বক্সের মধ্যে বল পেয়ে বা পায়ের দারুণ প্লেসিং শটে ফের দলকে এগিয়ে নেন ভিনিসিউস। তিন মিনিট পর বেলিংহ্যামের গোলের যোগানও দেন ভিনি। তার পাস ধরে বাম পায়ের আড়াআড়ি শটে জাল খুঁজে পেয়ে দুহাত প্রসারিত করেন বেলিংহ্যাম।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago