‘শিক্ষার্থীদের একাডেমিক কাজে মনোনিবেশ করা উচিত, প্রয়োজনে আবার রাজপথে ফিরে যাবে’

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

'এখন যেহেতু সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, তাই শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে মনোনিবেশ করা উচিত। শিক্ষার বিষয়টিতে তাদের অগ্রাধিকার দেওয়া দরকার। প্রয়োজন হলে তারা আবার রাজপথে ফিরে যাবে।'

রোববার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে যোগদানকালে এ কথা বলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও আচার্য গত ৩ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে পাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

অনুষ্ঠানে অধ্যাপক নজরুল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, 'আমি শিক্ষক, পড়াতে চাই, শিখতে চাই। শিক্ষক মানে শেখার বিষয়। শিক্ষকরা মানুষ গড়ার মূল কারিগর। শিক্ষার্থী ছাড়া তাদের আর কিছু ভাবার নেই। শিক্ষকরা বিশ্ববিদ্যালয় চালাবেন শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে। সর্বোপরি শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বিশ্ববিদ্যালয় চলবে। উপ-উপাচার্য হিসেবে আমি আবেগ দ্বারা তাড়িত না হয়ে বিবেক দ্বারা পরিচালিত হবো।'

তিনি বলেন, 'শিক্ষার্থীরা পরিপক্কতার পরিচয় দিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জনে শিক্ষার্থীদের চমৎকার ভূমিকা ছিল। এই স্বাধীনতা ধরে রাখতে হবে।'

অধ্যাপক নজরুল ১৯৯১ সালে খুলনার পাইকগাছার বিএনএসএস হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে খুলনা সিটি কলেজে থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় বিএসসি (অনার্স) ও ২০০২ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), থাইল্যান্ড থেকে পাল্প অ্যান্ড পেপার টেকনোলজিতে আরেকটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০০৮ সালে  জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচারার অ্যান্ড টেকনোলিজ (টিইউএটি) থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন এবং জেএসপিএস পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে সেখানে কাজ করেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব কুইবেক এবং মালয়েশিয়ার দুইটি বিশ্ববিদ্যালয় থেকে আরও দুটি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

অধ্যাপক নজরুলের গবেষণার অন্যতম ক্ষেত্র টেকসই জীবন ব্যবস্থাপনা উন্নয়ন, বায়ো-বেজড কম্পোজিটস, কাঠ সংরক্ষণ, বায়ো-আঠা এবং উদ্ভিদ সম্পদ থেকে কাগজ পণ্য উৎপাদন। তার গবেষণা প্রতিবেদন ৯১টি পিয়ার রিভিউড আর্টিকেল এবং ১৭টি বই বা জার্নালে প্রকাশিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Penalty less than illegal gains fuels stock manipulation

While fines are intended to deter future offences, questions remain over their effectiveness if the amount is lower than the illegal gain.

12h ago