ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

বিএনপির তিন সংগঠনের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন- ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল।

আজ সোমবার সকাল ১১টার দিকে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না সংবাদ সম্মেলনে বলেন, বুধবার সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই লংমার্চ শুরু হবে।

মোনায়েম মুন্না বলেন, 'আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবকদের এই লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।'

'বাংলাদেশের কূটনৈতিক মিশনে এই হামলাকে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা হিসেবে দেখছি,' বলেন তিনি।

তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে ভারত সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাছাড়া ভারতের বিভিন্ন কর্তৃপক্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অহেতুক মন্তব্য করে অস্থিরতা সৃষ্টি করছে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এ লংমার্চ হবে।

গতকাল একই দাবিতে ভারতের হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির এই তিন সংগঠন।

Comments

The Daily Star  | English

Govt slashes heart stent prices by up to Tk 88,000

Health ministry revises rates for US-made coronary stents to ease patient costs

6m ago