সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আসাদ

বিদ্রোহীদের অভিযানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ দেশ ছেড়ে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে বলে ক্রেমলিনের একটি সূত্র রুশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।  

এছাড়া রুশ সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতে একটি চুক্তি হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল আসাদ সিরিয়া ছেড়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আদেশ দিয়েছেন।

গতকাল রোববার বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর সিরিয়ায় আসাদ পরিবারের প্রায় ছয় দশকের শাসনের অবসান হয়।

এদিকে, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া।

 

Comments

The Daily Star  | English

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

53m ago