ড. ইউনূসের নামে শ্রম আইনের ৫ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল
নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলা কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গ্রামীণ টেলিকমিউনিকেশনসের তৎকালীন চেয়ারম্যান ড. ইউনূস প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মীকে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে ২০১৯ সালে শ্রম আইনে এসব মামলা করা হয়।
হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল পিটিশন আজ রোববার আপিল বিভাগ খারিজ করে দেন। গত ২৪ অক্টোবর ওই পাঁচ মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের করা পৃথক আবেদনে চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে ওই পাঁচ মামলার কার্যক্রম বাতিল করা হয়।
আজ শুনানিতে ছিলেন ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আইনজীবী মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রামীণ টেলিকমিউনিকেশনসের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ইউনূস ও ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানার বিরুদ্ধে ২০১৯ সালে শ্রম আদালতে পাঁচটি মামলা করা হয়েছিল।
Comments