এমবাপেকে নিয়ে রোনালদোর ২ মাস আগের সতর্কবার্তা হঠাৎ ভাইরাল

৪২, ৩৯, ৪১, ৪৪। পিএসজিতে শেষ চার মৌসুমে কিলিয়ান এমবাপের গোলসংখ্যা। সেখানে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে মৌসুমের অর্ধ পথে তার গোল ১০টি। স্পেনে নিজেকে প্রমাণে এখনও ব্যর্থ। এরমধ্যে একাধিক ম্যাচে পেনাল্টি মিস হয়েছেন খলনায়কও। রিয়াল মাদ্রিদে যে কাজটা পিএসজির মতো সহজ হবে না তা দুই মাস আগেই মন্তব্য করেছিলেন ক্লাবটির সাবেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

সানমামেসে বুধবার রাতে লা লিগার ম্যাচে অ্যাথলেতিক বিলবাওর কাছে ১-২ গোলের ব্যবধানে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৮তম মিনিটে রিয়াল যখন ০-১ ব্যবধানে পিছিয়ে তখন পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন এমবাপে। কিন্তু মিস করেন এই ফরাসি। চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে প্রায় একই ভাবে নেওয়া পেনাল্টি মিস করেছিলেন। সেই ম্যাচেও হারে রিয়াল।

অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে এমবাপের পেনাল্টি মিস করার পর রোনালদোর দুই মাস আগে করা রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। রিও ফার্দিনান্দের সঙ্গে নিজের ইউটিউবে পর্তুগিজ তারকা বলেছিলেন, 'আমরা দেখব তার মাথা কতোটা পরিষ্কার এবং ঠিক আছে কিনা এবং সে চাপ মোকাবেলা করতে পারে কিনা, কারণ রিয়াল মাদ্রিদ পিএসজি নয়। এটা আমি তোমাকে বলতে পারি।'

'এমবাপে এখন সেখানে (রিয়াল মাদ্রিদে) যাচ্ছেন এবং আপনি বলছেন, তাকে পেয়ে রিয়াল মাদ্রিদ কি ভালো হবে? আমরা জানি না, আমাদের দেখতে হবে। আমি মনে করি রিয়াল মাদ্রিদ শক্তিশালী থাকবে তবে আমি জানি না তারা গত বছরের চেয়ে ভালো হবে কি-না। দেখা যাক। একমাত্র ঈশ্বরই জানেন। তবে তাদের দুর্দান্ত একটি দল, দুর্দান্ত খেলোয়াড় রয়েছে,' যোগ করেছিলেন রোনালদো।

অবশ্য কয়েক মাসই হয়েছে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপে। নতুন মৌসুমে আরও অনেক তারকা খেলোয়াড়ই শুরুতে মানিয়ে নিতে পারেননি। তবে এখন পর্যন্ত যা হয়েছে তাতে রোনালদোর সতর্কবার্তা যে সঠিক তা স্পষ্টত বলা যায়। তবে নিজেকে প্রমাণের আরও সুযোগ পাচ্ছেন এই ফরাসি তারকা।

Comments

The Daily Star  | English

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

2h ago