শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে এই আবেদন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।

রাষ্ট্রপক্ষ বলেছে, শেখ হাসিনার দেওয়া বিদ্বেষপূর্ণ বক্তব্য বন্ধ করার উদ্দেশে তারা এই আবেদন জানিয়েছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি তার ফোনালাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন, যা সামাজিক মাধ্যমে 'ভাইরাল' হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট মাসে দেশে সংঘটিত গণহত্যার অভিযোগের তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

Comments