৪৪ বিসিএসের ভাইভা শুরু ২২ ডিসেম্বর

সরকারি কর্ম কমিশন। ফাইল ফটো

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের পদে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

আগামী ২২ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। 

উল্লেখ্য, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। পরে ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

 

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

2h ago