মাদকবিরোধী অভিযানে চোরাকারবারিদের হামলায় আহত ডিএনসির ২ সদস্য

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক চোরাকারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুই সদস্য।

আহতরা হলেন ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার ও সিপাহী মোহাম্মদ ছায়েদুল।

ডিএনসির উপ-পরিচালক শামীম আহমেদ অভিযান ও আহতদের বিষয়ে সংস্থাটির মহাপরিচালককে লেখা এক চিঠিতে এ তথ্য জানান।

চিঠিতে বলা হয়, সোমবার সকাল সোয়া ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সাত নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধানমন্ডির সার্কেল পরিদর্শক শাহজালাল খানসহ ডিএনসির পাঁচ সদস্য একটি বাড়ি ঘিরে ফেলেন। কেয়ারটেকার রিপন মিয়া ও বাড়ির আরেক ভাড়াটিয়া হেলাল মিয়ার উপস্থিতিতে পরিদর্শক শাহজালাল সেখানে তল্লাশি চালান। ওই বাসা থেকে এক কেজি গাঁজা ও নগদ ২৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এতে বলা হয়, ডিএনসির টিম মাদক চোরাকারবারি রুবেলকে আটকের চেষ্টা করলে তার ছোট ভাই সবুজ, মো. হাসান, কালা ওরফে শাওন, শাকিল ওরফে চিকু শাকিলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সায়েদুল ও সাত্তার গুরুতর আহত হন। 

'ঘটনার পরপরই পরিদর্শক শাহজালাল মোহাম্মদপুর থানার ওসি ও বসিলা ক্যাম্পের সেনা কমান্ডারের কাছে ফোনে সহযোগিতা চান। মোহাম্মদপুর থানা এবং ডিএনসির রমনা, তেজগাঁও, মোহাম্মদপুর ও মিরপুর সার্কেলের একটি বাহিনী ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে', বলা হয় চিঠিতে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিএনসির দুই সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।'

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago