১৫ আগস্ট জাতীয় ছুটি ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ

জয় বাংলা স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকারের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ২৭ জুলাই হাইকোর্ট ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিলের বিষয়ে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আদেশকে অবৈধ ঘোষণা করে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা কর্মকর্তার নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।

আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতার দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে, তৎকালীন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ এবং বিচারপতি মো. আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় প্রদান করেন। সেই রায়ে বিএনপি নেতৃত্বাধীন ওই সরকারের আরেকটি আদেশও বাতিল করা হয়, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের ৮ আগস্ট দেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করে একটি আদেশ জারি করে।

Comments

The Daily Star  | English

Prioritise reform over revenge, Tarique tells party men

BNP Acting Chairman Tarique Rahman today urged his party leaders and workers to make the party's 31-point proposal a success

21m ago