ক্লাব নটরডেমিয়ান্স-ইন্ডিগো টিটি চ্যাম্পিয়ন সুজন, রানারআপ রাজিব

ছবি: সংগৃহীত

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড আয়োজিত সিএনবিএল-ইন্ডিগো টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ৯৪ ব্যাচের সুজন মাহমুদ।

এই নিয়ে পরপর তিন বছর তিনি ক্লাবে টেবিল টেনিস সিঙ্গেলস এ চ্যাম্পিয়নশিপের পুরস্কার লাভ করলেন।

গত ২৮ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিত ক্লাব নটরডেমিয়ন্সের এবারের প্রতিযোগিতায় ১৯৮৩ ব্যাচ থেকে শুরু করে ২০০৭ ব্যাচের ৪০ জন প্রতিযোগী অংশ নেন।

ছবি: সংগৃহীত

প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন ৯৮ ব্যাচের মো. জিয়াউল হক রাজীব। প্রথম রানারআপ হয়েছেন ৯৮ ব্যাচের মোহাম্মদ সাইফুল আলম দিপু এবং ৯১ ব্যাচের মোহাম্মদ বদরুল আলম সেকেন্ড রানারআপ হয়েছেন।

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট এবং নটরডেম কলেজের গভর্নর কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) রেফায়েত উল্লাহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় ক্লাবের ইসি সদস্যদের মধ্যে মোহাম্মদ খালেদ বিন সালাম, মোহাম্মদ বদরুল হাসান, মোহাম্মদ আরিফ চৌধুরী, শেখ আমিনুর রহমান চঞ্চল, খালেদ ফয়সাল রহমান জিতু, ক্লাবের টিটি কোচ মোহাম্মদ শাখাওয়াত উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রায় অর্ধশতাধিক সদস্য।

ছবি: সংগৃহীত

রেফায়েত উল্লাহ বলেন, খেলাধুলার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে নটরডেমিয়ান ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে বনানীর ১০ নম্বর সড়কে নতুন ভবনে টেবিলটেনিস, বিলিয়ার্ড ও স্নুকার, ক্যারমবোর্ড, দাবা এবং ইন্টারন্যাশ ব্রিজের জন্য দুটি ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। শিগগির ক্লাবে আরও কিছু নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে।

ক্লাবের স্পোর্টস অ্যান্ড ইভেন্ট ইসি এবং বাংলাদেশ স্নুকার ফেডারেশনের সদস্য মোহাম্মদ খালেদ বিন সালাম টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য টাইটেল স্পন্সর ইন্ডিগো মার্বেল অ্যান্ড গ্রানাইট, পাইনউড ক্যাফে অ্যান্ড কিচেন, অ্যাকফিনট্যাক্স, শালবন রিসোর্ট, আরলা ফুডস এবং একমি বেভারেজ লিমিডেটকে ধন্যবাদ জানান।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago