মতবিনিময় সভায় শেখ হাসিনার ছবি-ভিডিও প্রদর্শন, তোপের মুখে সিডিএ কর্মকর্তারা

আজ শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত মতবিনিময় সভা | ছবি: স্টার

জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও সামগ্রিক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও ভিডিও প্রদর্শন করায় তোপের মুখে পড়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা।

শনিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমসহ অনেকে।

আদিলুর রহমান বলেন, 'জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা আপনারা এখনো ধারণ করছেন না। ফ্যাসিবাদ সরকারের ভূত এখনো মাথা থেকে যায়নি। কোথায় কী দেখাতে হবে সেই বোধও আপনাদের হয়নি?'

তিনি আরও বলেন, 'আজকের প্রোগ্রাম নিয়ে আপনাদের কোনো প্রস্তুতি নেই। প্রকল্প উপস্থাপনে কী কী ছবি ও ভিডিও যাচ্ছে তা আগে থেকে দেখা দরকার ছিল কিন্তু আপনারা তা করেননি।'

এ সময় নুরুল করিম সিডিএ কর্মকর্তাদের পক্ষ থেকে উপদেষ্টাকে 'সরি' বলেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

7m ago