ব্রুকের সেঞ্চুরিতে জবাব ইংল্যান্ডের
আগের দিন ৮ উইকেট হারিয়ে ৩১৯ রান করেছিল নিউজিল্যান্ড। এদিন তাদের শেষ দুটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঠিক ৩১৯ রান করেছে ইংল্যান্ডও। তবে তারা উইকেট হারিয়েছে পাঁচটি। আর এই সবই সম্ভব হয়েছে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে।
শুক্রবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ৩১৯ রান করে দিন শেষ করেছে ইংল্যান্ড। তবে এখনও ২৯ রানে পিছিয়ে আছে দলটি। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
সকালে ব্যাটিংয়ে নেমে এদিন আরও ২৯ রান যোগ করে স্বাগতিকরা। আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা গ্লেন ফিলিপ্স তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন। তবে আরেক অপরাজিত ব্যাটার টিম সাউদিকে এদিন কেবল ৫ রান যোগ করতে দিয়েছেন ব্রাইডন কার্স। তাকে বিদায়ের পর উইল ও'রর্কিকে রানের খাতা খুলতে দেননি তিনি।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ৪৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর স্কোরবোর্ডে আর ২৬ রান যোগ হতে যায় আরও একটি। ৭১ রানে চার উইকেট হারিয়ে ফেলা দলটি হাল ওলি পোপকে নিয়ে ধরেন ব্রুক। এ দুই ব্যাটারের জুটিতেই ঘুরে দাঁড়ায় দলটি।
পঞ্চম উইকেটে ১৫১ রানের জুটি গড়েন পোপ ও ব্রুক। এরপর পোপ বিদায় নিলে অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৭ রানের আরও একটি দারুণ জুটি গড়ে দলকে লিডের স্বপ্ন দেখাচ্ছেন ব্রুক।
টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে ১৩২ রানে অপরাজিত থেকেছেন ব্রুক। ১৬৩ বলে ১০টি চার ও ২টি ছক্কায় এই রান করেছেন তিনি। তবে তাকে ৪টি জীবন দিয়েছেন কিউই ফিল্ডাররা। ৯৮ বলে ৮টি চারের সাহায্যে ৭৭ রান করেন পোপ। ৩৭ রানে অপরাজিত আছেন স্টোকস।
নিউজিল্যান্ডের পক্ষে ৮৬ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন নাথান স্মিথ।
Comments