এমবাপে অনেক চাপে রয়েছে: বেলিংহ্যাম

বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করা কিলিয়ান এমবাপে চলতি মৌসুমেই যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। স্বাভাবিকভাবেই তার উপর প্রত্যাশা ছিল অনেক বেশি। তার উপর আগের রাতে দলের অনেক তারকা খেলোয়াড় না থাকায় তার উপর প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু উল্টো ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে উল্টো ভিলেন হয়ে গিয়েছেন এই ফরাসি।

বুধবার রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের কাছে ০-২ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে যখন এক গোলের ব্যবধানে পিছিয়ে, তখন পেনাল্টি পেয়েছিল দলটি। কিন্তু সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করেন এমবাপে। গোল করতে পারলে হয়তো ভিন্ন ফলাফলও হতে পারতো। ফলে তাতে চাপ আরও বেড়েছে এমবাপের।

তবে ম্যাচ শেষে এমবাপের পাশে দাঁড়িয়ে দলের আরেক তারকা জুড বেলিংহ্যাম বললেন, 'এটা (পেনাল্টি মিস) ম্যাচের বড় একটি মুহূর্ত কিন্তু এটা ঘটতেই পারে। সে (এমবাপে) অসাধারণ একজন খেলোয়াড় কিন্তু সে অনেক চাপের মধ্যে রয়েছে কারণ সে অনেক ভালো। তবে পেনাল্টি মিসই আমাদের খেলা হারার কারণ নয়।'

এমবাপেকে শক্ত থাকার অনুরোধ করেন বেলিংহ্যাম, 'দলগতভাবে আমরা আজ রাতে যথেষ্ট ভালো ছিলাম না, তারা আমাদের চেয়ে ভালো পারফর্ম করেছে এবং এটাই সহজ কথা। কিলিয়ান তার মাথা উঁচু রাখতে পারে, আমি নিশ্চিত জানি যে সে আরও অনেক মুহূর্ত তৈরি করবে যা এই ক্লাবের জন্য অনেক বড় হবে।'

ক্লাব বদল হলে নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন যে কোনো খেলোয়াড়েরই। এমবাপের ক্ষেত্রেও এমনটাই। তার উপর রিয়ালে প্রিয় পজিশনেই খেলার সুযোগ পাচ্ছেন খুব কম। তবে এরমধ্যেই লা লিগায় ১২ ম্যাচে সাতটি গোল করে ফেলেছেন এই তারকা। রয়েছে একটি অ্যাসিস্টও।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

9h ago