বকেয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর, কালিয়াকৈর, পোশাক শ্রমিক, চন্দ্রা-নবীনগর মহাসড়ক, সড়ক অবরোধ,
শ্রমিকদের অবরোধে সড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হরতুকিতলা এলাকায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেক মহাসড়ক অবরোধ করেন বলে দ্য ডেইলি স্টারকে জানান কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের।

তিনি বলেন, 'মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এখনো যান চলাচল বন্ধ আছে।'

'আমি একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। দুই মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব,' যোগ করেন তিনি।

এদিকে শ্রমিকদের অবরোধে সড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যানবাহন ও যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান, দুই মাসের বেতন বকেয়া আছে। আজ ২৮ নভেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও দেবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জরুরি কাজে চন্দ্রা থেকে নবীনগর যাবেন বাদশা মিয়া। তিনি বলেন, 'এই সড়কটিতে গত এক মাস ধরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। সাধারণ মানুষ ভোগান্তির শেষ নেই। আমরা আর কত কষ্ট করব।'

বকেয়া বেতনের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মাহমুদ জিন্স পোশাক কারখানার এক কর্মকর্তা জানান, অর্থনৈতিক সংকট ও বিভিন্ন কারণে কারখানা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

Comments