হত্যা মামলায় আনিসুল-কামরুলসহ ৪ জন আবার রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ সোলাইমান সেলিম ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার পৃথক হত্যা মামলায় তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পৃথক আদেশে তাদের রিমান্ডে পাঠান।
এর মধ্যে, আনিসুল ও কামরুলকে ৩ দিনের এবং সোলায়মানকে ৩ দিনের ও ফিরোজকে ২ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানায়।
আনিসুল হককে গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় ইউসুফ মিয়া সানোয়ার নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় রিমান্ড দেওয়া হয়েছে।
এ নিয়ে আনিসুলকে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ দিনের রিমান্ডে নেওয়া হলো।
কামরুল ইসলাম ও সোলায়মানকে ১৮ জুলাই লালবাগে খালিদ হাসান সাইফুল্লাহ নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় রিমান্ডে দেওয়া হয়েছে।
সোলায়মানকে অবশ্য আরেকটি মামলায়ও ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গত ৫ আগস্ট ঢাকার চকবাজারে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার (১৬) নিহতের ঘটনায় এ মামলা করা হয়েছিল।
অপরদিকে আ স ম ফিরোজকে যাত্রাবাড়ী এলাকায় সাইদুর রহমান ইমরান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।
আনিসুলকে গত ১৩ আগস্ট পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে এবং ২৩ আগস্ট রাতে ফিরোজকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৪ নভেম্বর ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মানকে গুলশান এলাকা থেকে এবং কামরুলকে ১৮ নভেম্বর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
Comments