১০০ গোলের বেশি করতে পারবেন, ভাবেননি লেভানদোভস্কি
এই ক্লাবের আগের দুটি নাম লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। প্রায় দেড় যুগ ধরে সুরের মূর্ছনায় পুরো বিশ্বকে মাত করে রেখেছেন এ দুই তারকা। আগের দিন সেই দুই মহাতারকার বিরল ক্লাবে যোগ দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে করলেন ১০০ গোল। এই কীর্তি গড়তে পারবেন তা আগে কখনোই ভাবতে পারেননি এই পোলিশ তারকা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামেই আসরটির ইতিহাস ৩৬ বছরের। এর আগে ইউরোপিয়ান কাপ হিসেবে তো ৬৯ বছর। এতো বছরের ইতিহাসে একশ কিংবা তার বেশি গোল করেছেন কেবল তিনজন। তাতেই বোঝা যায় কতোটা কঠিন এই কীর্তি। সেখানে আগের দিন ফরাসি ক্লাব ব্রেস্টের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোলে একশ গোলের মাইলফলক ছাড়িয়েছেন লেভা।
ম্যাচ শেষে তাই নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি এই ফরোয়ার্ড, 'এটা কেবল ইতিহাসই নয়। আমি খুব, খুবই খুশি। অনেক বছর আগে আমি ভাবিনি যে আমি চ্যাম্পিয়ন্স লিগে একশর বেশি গোল করতে পারব। আমরা ৩-০ তে জিতেছি এবং শেষ পর্যন্ত আমি আরও একটি গোল করতে পেরেছি। আমরা খুব খুশি।'
এক জায়গায় তো মেসি ও রোনালদোর চেয়ে এগিয়ে আছেন লেভা। আর এই কীর্তি গড়তে শট নিতে হয়েছে ৪৫১টি। যেখানে রোনালদোর লেগেছে ৭৯৩টি এবং মেসির ৫২৭টি। ম্যাচ প্রতি গোল হিসেবেও লেভা এগিয়ে। ১২৫ ম্যাচে করেছেন ১০১ গোল। অর্থাৎ ম্যাচ প্রতি গোল ০.৮১। যেখানে মেসির ০.৭৯ (১৬৩ ম্যাচে ১২৯ গোল) এবং রোনালদোর ০.৭৬ (১৮৩ ম্যাচে ১৪০ গোল)।
তবে নিজেদের কীর্তির চেয়ে দলের জয়ে বেশি খুশি লেভানদোভস্কি। লা লিগায় সবশেষ দুটি ম্যাচে জয়হীন ছিল তারা, 'এটা (জয়ে ফেরা) খুব ভালো ব্যাপার, শেষ পর্যন্ত আমরা একটা দল হয়ে খেলেছি। মাঝে মাঝে আমাদের একটু ধৈর্যের অভাব হয় এবং আমরা একটু ধীরগতির হয়ে যাই, কিন্তু আজ আমরা সতর্কতা ও ধৈর্য নিয়ে খেলেছি। আমরা আরও গোল করতে পারতাম। শুধু চ্যাম্পিয়ন্স লিগেই নয়, লা লিগাতেও এটা করতে হবে।'
Comments