সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, আইনজীবী হত্যা তদন্তের নির্দেশ
বন্দরনগরী চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়ে তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষের মধ্যে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়।
Comments