রাষ্ট্রদূত হলেন সদ্য সাবেক আইজিপি ময়নুল

মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করা হয়েছে।

আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এছাড়া, চট্টগ্রাম ,খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

মো. ময়নুল ইসলামকে গত ৭ আগস্ট আইজিপি করা হয়। প্রায় সাড়ে ৩ মাস পর গত ২০ নভেম্বর বাহারুল আলমকে তার স্থলাভিষিক্ত করা হয়।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সাবেক আইজিপি ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অপরদিকে, প্রশাসনে বড় পরিবর্তন এনে চার অতিরিক্ত সচিবকে বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোঃ জিয়াউদ্দিন এবং খান মোঃ রেজা-উন-নবী যথাক্রমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হবেন।

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ রাজশাহীর বিভাগীয় কমিশনার হয়েছেন এবং 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে খুলনার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহীর, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দিনকে চট্টগ্রামের এবং অতিরিক্ত সচিব (ওএসডি) মো. রেজা-উন-নবীকে সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

5h ago