প্রমোশনাল কনটেন্ট

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট বরাদ্দে লটারি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে লটারি অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট দিচ্ছে সরকার।

পুনর্বাসন ভিলেজে দুই ক্যাটাগরির ১০৯০ বর্গফুট ও ১২৯৪ বর্গফুটের দুটি ব্লকের ১২টি ভবনে মোট এক হাজার ৩৪৪টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।  

এছাড়া, প্রকল্প এলাকায় একটি মসজিদ, একটি ক্লিনিক, একটি কমিউনিটি সেন্টার, একটি কমিউনিটি মার্কেট, খেলার মাঠ ইত্যাদি সুবিধা আছে।

ফ্ল্যাট বরাদ্দের জন্য ইতোমধ্যে লটারি শুরু হয়েছে। গতকাল সোমবার প্রথম ধাপ লটারি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দ্বিতীয় ধাপের লটারি অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. ফাহিমুল ইসলাম।

প্রথমে গুচ্ছভিত্তিক এবং পরে এককভিত্তিক আবেদনকারীদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ব্লক-বি এর রূপসা ভবনের এক হাজার ৯০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১০৪ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। 

আবেদনকারীদের উপস্থিতিতে তাদের সামনে গুচ্ছ, ফ্লোর ও ফ্ল্যাট-এই ৩ স্তরের লটারি অনুষ্ঠিত হয় এবং আবেদনকারীদের তাদের নির্বাচিত ফ্ল্যাটের নম্বর জানিয়ে দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে আজ পুনর্বাসন ভিলেজের ব্লক-এ এর গড়াই ও ইছামতি ভবনের এক হাজার ২৯৪ বর্গফুটের ফ্ল্যাটের জন্য মোট ১৯৮ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

19m ago