‘অহিংস-গণঅভ্যুত্থান বাংলাদেশ’ ব্যানার টানিয়ে আসা বাস শাহবাগ-আমিনবাজারে আটক

এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন।

প্রলোভনে পড়া লোকজন পুলিশকে জানিয়েছেন, অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ' নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Nationwide gas supply to be disrupted for 72 hours from tomorrow

This means the country's current supply of around 2,700 mmcfd now which will reduce to 2,500 mmcfd

34m ago