রিয়ালের বড় জয়ে এমবাপের গোল
রিয়াল মাদ্রিদের সময়টা ঠিক জুতসই যাচ্ছিলো না, তবে ক্রিমেই নিজেদের সেরা অবস্থায় খুঁজে পাচ্ছে তারা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা লেগানেসের বিপক্ষে প্রত্যাশিত দাপট দেখাতে গেল দলটিকে। দারুণ ফুটবল উপহার দিলেন ভিনিসিয়ুস জুনিয়র, দলের বড় জয়ে গোল পেলেন কিলিয়ান এমবাপে।
প্রতিপক্ষের মাঠে গিয়ে রোববার রাতে রিয়াল ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে। ৪৩ মিনিটে রিয়ালকে প্রথম এগিয়ে নেন এমবাপে। টানা চার ম্যাচ পর গোলের দেখা পান তিনি। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ফেদরিকো ভালবার্দে, ৮৫ মিনিটে দলের তৃতীয় গোল আসে জুড বেলিংহ্যামের পা থেকে। নিজে গোল না করলেও সতীর্থকে দিয়ে গোল করিয়ে দারুণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস।
আন্তর্জাতিক বিরতির আগে লিগের গত রাউন্ডে ভিনিসিউসের হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল। এই ছন্দই ধরে রাখল তারা।
৪৩ মিনিটে বক্সের ডান দিক থেকে বল পেয়ে এমবাপেকে পাস দেন ভিনিসিয়ুস, সহজেই তা জালে জড়ান ফরাসি তারকা। ৬৬ মিনিটে ফ্রি-কিক থেকে গোল পায় রিয়াল। বুদ্ধিদীপ্ত শটে গোল পান রিয়ালকে নেতৃত্ব দেওয়া উরুগুয়ের তারকা ভালবার্দে। ৮৫ মিনিটে ব্রাহিম দিয়াসের মারা শট বারে লেগে ফেরত এলে তা জালে জড়ান বেলিংহ্যাম।
এই জয়ে ১৩ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট ৩০। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা আছে ৩৪ পয়েন্টে। লিগ শিরোপা লড়াইয়ে তাই ভালোভাবেই ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
Comments