আবারও পয়েন্ট হারানো মানতে পারছেন না বার্সা কোচ

স্প্যানিশ লা লিগায় নিজেদের আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিলো বার্সেলোনা। উড়তে থাকা দলটি এবার আরেক দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোকেও হারাতে পারেনি। ড্র করে হারিয়েছে পয়েন্ট। দলের এমন পারফরম্যান্স মানতে পারছেন না কোচ হেনসি ফ্লিক।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। অথচ ৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে তারা এগিয়েছিলো ২-০ গোলে। ৮২ মিনিটে মার্কো কাসাডো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পরে ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল হজম করে হোঁচট খায় দলটি।

ম্যাচ শেষে চরম হতাশ হেনসি ফ্লিক কোনভাবেই মানতে পারছেন না এমন ফল,  'এটা সত্যিই খুব বাজে ম্যাচ ছিলো। আমরা যা চাই এটা মোটেও তেমন নয়। এটা আমাদের স্বাভাবিক ফুটবল নয়।'

এক বছর পর প্রথম একাদশে জায়গা পাওয়া মিডফিল্ডার গাবি দায় দিচ্ছেন লাল কার্ডকে, 'খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিলো, কিন্তু লাল কার্ড প্রভাব ফেলেছে। তারা দুইটা মুভ থেকে দুইটা গোল করেছে। আমাদের এর থেকে শিখতে হবে।'

এদিন খেলার ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই জেতার দিকে যাচ্ছিলো তারা। তবে ৮০ মিনিটের পর এক ঝড়ে বদলে যায় সব কিছু।

১০ জনের বার্সার জালে ৮৪ মিনিটে গোল দেন আলফানসো গুঞ্জেলাজ, ৮৬ মিনিটে সমতা আনেন হুগো আলভারেজ।

শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলাটিকো মাদ্রিদ। তাদের থেকে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। তবে রিয়াল পরের দুই ম্যাচ জিতে বার্সার বেশ কাছে চলে আসতে পারে।

Comments

The Daily Star  | English

White paper on economy to be submitted on Sunday: Debapriya

The outcomes of the white paper will also be shared with the media on Monday

1h ago