অস্ট্রেলিয়ায় জিততে আত্মবিশ্বাসী ভারত
অস্ট্রেলিয়ায় সবশেষ সিরিজে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার আক্ষেপ করেছিলেন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। যদিও শেষ পর্যন্ত সিরিজ জিতেছিল ভারতই। তাই এবার সিরিজের আগে ম্যাচ অনুশীলনের দাবি তুলেছিলেন তিনি। তবে প্রস্তুতি নিয়ে দারুণ সন্তুষ্ট অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারাতে আত্মবিশ্বাসী অধিনায়ক।
ব্যক্তিগত কারণে দলের সঙ্গে প্রথম টেস্টে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। গুরু দায়িত্ব পড়েছে বুমরাহর কাঁধে। এর আগে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। ঘরের নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার বিস্মৃতি এখনও তরতাজা। অস্ট্রেলিয়াকে হারিয়েই সেই স্মৃতি ভুলে যেতে চান তারা।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফি। এই সিরিজের জন্য দুই সপ্তাহ আগেই দেশটিতে পা রাখে দলটি। সেখানে রুদ্ধদ্বারে চলছিল অনুশীলন। যদিও কোহলিসহ দলের অনেকের দাবি ছিল ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার। তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি হয়নি বলেই জানান ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।
ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উঠে আসে ম্যাচ অনুশীলনের প্রসঙ্গে। তার উত্তরে অধিনায়ক বললেন, 'আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আমরা অনেকটা সময় আগেই এখানে চলে এসেছিলাম। আমরা ওয়াকায় ভালো সময় কাটিয়েছি। আমাদের দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে যারা প্রথমবার অস্ট্রেলিয়া সফর করছে।
'এর আগে আমরা যখন এখানে প্রথমবার এসেছিলাম তখন কম সময় পেয়েছিলাম প্রস্তুতির জন্য। তারপরও আমরাই সিরিজ জিতেছিলাম। আমরা সব সময় আত্মবিশ্বাসী। যখন যেখানেই খেলা হোক না কেন, প্রস্তুতির নিরিখে আমি এটা বলতে পারি আমরা ভালো জায়গায় রয়েছি। শুধু মানসিক ভাবে শুরু করার অপেক্ষা। আমরা এরজন্য প্রস্তুত, আশা করি সব ঠিক হবে,' যোগ করেন বুমরাহ।
উঠে আসে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার প্রসঙ্গ। যার জন্য অনেক সমালোচনাই মেনে নিতে হয়েছে তাদের। সেই বিস্মৃতি অস্ট্রেলিয়ায় প্রভাব পড়বে কিনা জানতে চাইলে অধিনায়ক বলেন, 'আপনি যখন জয় পান তখনও আপনি পরের ম্যাচটা আবার শূন্য থেকে শুরু করেন, আবার তেমনি হারলেও তখন শূন্য থেকেই শুরু করতে হয়।'
ঘরের মাঠে হারের স্মৃতি ঘরেই রেখে এসেছেন বলে জানান বুমরাহ, 'আমরা ভারতে হারের বোঝা কাঁধে করে নিয়ে আসেনি। হ্যাঁ, অবশ্যই আমরা নিউজিল্যান্ডের কাছে হার থেকে শিক্ষা নিয়েছি, তবে সেটা আলাদা পরিস্থিতি ছিল আর এখানে ফল আলাদা হবে।'
Comments