মহাখালী, আগারগাঁও, মাজার রোডে ব্যাটারি-রিকশা চালকদের অবরোধ
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আজও আন্দোলনে নেমেছেন রিকশা চালকরা। সকাল থেকে রিকশা চালকরা মহাখালীতে রেলগেট মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
অবরোধের কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সড়ক অবরোধের কথা জানিয়ে বনানী থানার ওসি রাসেল সরওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শতাধিক ব্যাটারিচালিত রিকশা চালক মহাখালী রাস্তা বন্ধ করে দেন।
রিকশাচালকদের আরেকটি দল আগারগাঁও এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। অন্যদিকে মাজার রোডে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে আমিনবাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ আছে।
Comments