র‍্যাঙ্কিং: বিশাল লাফ দিয়ে ৩ নম্বরে তিলক

তিলক ভার্মা। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিস্ফোরক ব্যাটিং করেন তিলক ভার্মা। চার ম্যাচের সিরিজের শেষ দুটিতে টানা অপরাজিত সেঞ্চুরি হাঁকান তিনি। এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের সুবাদে সুখবর পেলেন ভারতের তরুণ ব্যাটার। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তিনি।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬৯ ধাপ এগিয়েছেন ২২ বছর বয়সী তিলক। এক লাফে ৭২ থেকে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন বাঁহাতি ব্যাটার। তার রেটিং পয়েন্ট এখন ৮০৬।

প্রোটিয়াদের মাটিতে ৩-১ ব্যবধানে জেতা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০৭ রানের ইনিংস খেলেন তিলক। গত সপ্তাহে সেঞ্চুরিয়নে ৫৬ বল মোকাবিলায় আটটি চারের সঙ্গে সাতটি ছক্কা মারেন তিনি। জোহানেসবার্গে একদিন পর চতুর্থ ম্যাচে আরও বিধ্বংসী রূপে দেখা যায় তাকে। ১২০ রান আসে তার ব্যাট থেকে। ৪৭ বল খেলে নয়টি চারের পাশাপাশি দশটি ছয় মারেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম ব্যাটার হিসেবে টানা দুই ইনিংসে শতকের কীর্তি গড়েন তিলক। অন্য চারজন হলেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের সঞ্জু স্যামসন।

সুসংবাদ পেয়েছেন ফর্মে থাকা ৩০ বছর বয়সী অভিজ্ঞ ডানহাতি ব্যাটার স্যামসনও। দক্ষিণ আফ্রিকা সফরে দুবার শূন্য রানে আউট হলেও বাকি দুটিতে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। সেই সুবাদে ১৭ ধাপ উন্নতি হয়েছে তার। তিনি অবস্থান করছেন ২২তম স্থানে। এই সংস্করণে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শতরান হাঁকিয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশের তিনটি স্থানই ভারতীয়দের দখলে। এক ধাপ করে পিছিয়ে চারে অধিনায়ক সূর্যকুমার যাদব ও আটে যশস্বী জয়সওয়াল রয়েছেন। এক ও দুই নম্বর স্থান ধরে রেখেছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের ফিল সল্ট।

সুখবরের স্বাদ নিয়েছেন তিলকের সতীর্থ তারকা হার্দিক পান্ডিয়া। দুই ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন তিনি। এর আগে একবারই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিলেন। গত জুনে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন নেপালের দিপেন্দ্র সিং আইরি।

ব্যাটারদের মতো টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে কোনো বদল আসেনি। ইংল্যান্ডের আদিল রশিদ একে ও শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা দুইয়ে রয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা। তারা তিনজনই লেগ স্পিনার।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago