বিকল কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্বা, নিহত ২

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে একটি বিকল কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানের দুই সহকারী নিহত হয়েছেন।

রোববার ভোররাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন কাঞ্চন মিয়া (২৩) ও আশরাফুল ইসলাম (১৯)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ঢুলিভিটা এলাকায় আরিচাগামী লেনে কাভার্ডভ্যানটি বিকল হলে কাঞ্চন ও আশরাফুল মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে এর নিচে চাপা পড়েন কাঞ্চন ও আশরাফুল।

এ ঘটনায় ট্রাকটি আটকের পাশাপাশি ধামরাই থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

13h ago