লালমনিরহাটে ব্যাটারি চুরির অভিযোগে রিকশাচালককে মারধর, ৪ দিন পর মৃত্যু

মৃত রিকশাচালকের স্বজনদের আহাজারী | ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অটোরিকশাচালক হাসানুর রহমান (২৯) মারা গেছেন। তার স্বজনের দাবি, স্থানীয় বাসিন্দাদের মারধরে আহত হয়ে তার মৃত্যু হয়েছে।

উপজেলার পৌরসভার মির্জারকোট এলাকায় শনিবার বিকেলে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। হাসানুর ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

হাসানুরের পরিবারের সদস্যরা দ্য ডেইলি স্টারকে জানান, গত ১১ নভেম্বর বিকেলে পাটগ্রাম পৌরসভার ঠাকুরবাড়ী এলাকার ব্যবসায়ী ইউনুস আলীর বাসা থেকে চুরি হওয়া আইপিএসের ব্যাটারি হাসানুরের রিকশা পাওয়া যায়। ব্যাটারি চুরির অভিযোগ তুলে ইউনুস আলীর ছেলে ও স্বজনরা তাকে বেধড়ক মারধর করেন। এতে হাসানুর গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে হাসানুরকে বাড়িতে নিয়ে আসা হয়।

স্বামীকে বাঁচাতে গিয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগমও (২৪) মারধরের শিকার হন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমার স্বামী চোর ছিল না। চোররা চুরির ব্যাটারি তার স্বামীর রিকশায় রেখে পালিয়ে গিয়েছিল। মারধরের কারণে আমার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অবশেষে তিনি মারা গেলেন।'

হাসানুরের ছোট ভাই আনিসুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমার বড় ভাই হাসানুর অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তিনি কোনোদিনই চুরির সঙ্গে জড়িত ছিলেন না।'

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার শনিবার দিবাগত রাতে ডেইলি স্টারকে বলেন, 'আমরা অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করবো।'

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

25m ago